ঢাকাMonday , 15 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে গলা টিপে হত্যা: স্ত্রী-পরকীয়া প্রেমিক আটক

admin
December 15, 2025 5:53 pm
Link Copied!

সুমন বিশ্বাস (স্টাফ রিপোর্টার) // রামনায় পরকীয়ার জের ধরে স্বামীকে গলা টিপে হত্যা করেছেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন ( ৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। নিহত আব্দুল জলিল (৪৫) বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল জলিলের রয়েছে ৫ সন্তান। প্রবাসি আবদুল জলিল গত ১৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে আব্দুল জলিলের বাড়িতে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গতকাল দুপুরে নিজ বসতঘরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল রাত ৭টার সময় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সোমবার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বামনা থানা পুলিশ। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে হত্যার দায় তারা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।