মহান বিজয় দিবসে শহীদ বেদিতে বরিশাল জেলা ছাত্রদল নেতা মামুনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী
নিজস্ব প্রতিবেদক মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালেই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ এ সময় বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ছাত্রদল সবসময় গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রেখে...
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালেই নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ছাত্রদল সবসময় গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রেখে চলেছে। শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।