মহান বিজয় দিবসে নিউনেস ল্যাবরেটরি স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিউনেস ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো: আতিকুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে...
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিউনেস ল্যাবরেটরি স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো: আতিকুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।