ঢাকাWednesday , 10 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৪/ এনসিপির মনোনয়ন পেলেন মো. আবু সাঈদ মুসা

admin
December 10, 2025 3:27 pm
Link Copied!

বরিশাল-০৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনে এনসিপির মনোনয়ন পেলেন মো. আবু সাঈদ মুসা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বরিশাল-০৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শিক্ষক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আবু সাঈদ মুসা।
পিতা মৃত এমদাদ হোসেন ভুইয়া এবং মাতা মৃত শান্তনা বেগমের সন্তান মুসা ১৯৮৭ সালে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের চরউদয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, একতা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে বিএড ডিগ্রি নিয়ে বর্তমানে শিক্ষকতা করছেন সন্তোষপুর শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে। পাশাপাশি এলএলবি শেষ পর্বের শিক্ষার্থী তিনি।
পারিবারিক জীবনে মুসা দুই কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. আবু সাঈদ মুসা জানান, বরিশাল-০৪ এর উন্নয়নে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবনমান উন্নয়ন, নদী ভাঙন রোধ এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। কাজিরহাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করতে তিনি নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির ঘোষিত ২৪ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
আগামী নির্বাচনে শাপলা কলি মার্কাকে বিজয়ী করে গণভোট ও মৌলিক সংস্কার” বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মো. আবু সাঈদ মুসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।