ঢাকাThursday , 16 October 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পার্টনার প্রকল্পের কার্যক্রম মনিটরিং

admin
October 16, 2025 4:55 pm
Link Copied!

গাজী আরিফুর রহমান, বরিশাল।।
‎ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এর কার্যক্রম মনিটরিং করেছেন পার্টনার প্রকল্পের ডিপিডি ড. মনোতোষ সিকদার এবং সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।

‎বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি।

‎মনিটরিং চলাকালে কর্মকর্তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিগত সেশনে কৃষকরা কী শিখেছেন, তা যাচাই করেন। পাশাপাশি পার্টনার ফিল্ড স্কুলকে পার্টনার কৃষক সেবাকেন্দ্রে রূপান্তর, পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎কর্মকর্তারা বলেন, কৃষক সংগঠন কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের অধিকার আদায় এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীর ক্ষমতায়ন ও কৃষিকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও কৃষক মাঠ স্কুলের অবদান অনস্বীকার্য।

‎মনিটরিং শেষে ড. মনোতোষ সিকদার ও ফাহিমা হক পার্টনার প্রকল্পের আওতায় বাস্তবায়িত ব্রি ধান-১০৩ এর মাঠ পরিদর্শন করেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।