ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা

গুলিবিদ্ধের ঘটনায় বরিশালে বিএনপির প্রতিবাদ মিছিল

admin
December 13, 2025 8:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে সন্ত্রাসীদের গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দল ও ভিন্নমত দমনে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে জনপ্রিয় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সরিয়ে দিতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার চরম হুমকির মুখে পড়বে।
প্রতিবাদ মিছিল থেকে আহত দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।