নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (১৮ অক্টোবর) বরিশালে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে যেমন ভূমিকা রাখে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়ায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের পরিচালক ওমর ফারুক, শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমেই গড়ে ওঠে সুস্থ, দেশপ্রেমিক ও নৈতিকতাবোধসম্পন্ন নাগরিক। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন অতিথিরা।