ঢাকাSaturday , 16 March 2024
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাল্যায়েন্স (বিএমটিএ) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

admin
March 16, 2024 4:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) ১০১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. ইলিয়াছ হোসেনকে (ইলু) সভাপতি এবং মহাসচিব করা হয়েছে মো. শামীম শাহকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মলয় বিশ্বাসকে।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে কাউন্সিল গঠন এবং জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, স্বাচিপ সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ডা. এএইচ আফজালুল হক রানা, বিএমটিএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খাঁন।

এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সবার উপস্থিতিতে সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুততম সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেন।

পূর্ণাঙ্গ কমিটি যারা রয়েছেন

সভাপতি মো. ইলিয়াছ হোসেন (ইলু), সহসভাপতি গোলাম রসুল স্বপন, হারুন অর রশিদ (আরওঙ্গ), এম কে পারভেজ, মোহাম্মদ খালেদ মোছান্না, আশিষ কুমার হালদার, এসএম রেজা কামাল, এএইচএম আতাউর রহমান (মানিক), আবু সাইদ, আব্দুর রাজ্জাক, জুয়েল পাল।

মহাসচিব শামীম শাহ ও যুগ্ম মহাসচিব সুজন মিয়া, জিসান হাওলাদার, গোলাম মোস্তফা।

সাংগঠনিক সম্পাদকরা হলেন— মলয় বিশ্বাস, মো. লিমন হোসেন (ঢাকা বিভাগ), এসএম রাকিবুল হাসান (বরিশাল বিভাগ), মারুফ আহম্মেদ (সিলেট বিভাগ), সাব্বির হোসেন (রাজশাহী বিভাগ), শংকর চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), মিজবাহ উদ্দিন আহমদ নিঝুম (ময়মনসিংহ বিভাগ), শিশির বর (খুলনা বিভাগ), আতাউল গনি (রংপুর বিভাগ)।

কোষাধ্যক্ষ ফেরদৌস শেখ, সহ-কোষাধ্যক্ষ জমির উদ্দিন। দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন ও সহ দপ্তর সম্পাদক সুমন শিকদার। প্রচার সম্পাদক এইচএম সুমন বাপ্পা ও সহ প্রচার সম্পাদক মনিরুল সালেহীন।

এছাড়া কমিটিতে সর্বমোট ৬৯ জনকে বিভিন্ন সম্পাদক পদ এবং ৩২ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।