গৌরনদী প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুর গ্রামের নিখোঁজ জেলে মোহাম্মদ হোসেন ভুঁইয়ার (৪০) লাশ তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আমিরগঞ্জ বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে মোহাম্মদ হোসেন ভুঁইয়া নৌকা নিয়ে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন-খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পর পরিবারের সদস্যরা লাশটি মোহাম্মদ হোসেন ভুঁইয়ার বলে সনাক্ত করেন। নিহত মোহাম্মদ হোসেন বাহাদুরপুর গ্রামের মো. হাফেজ ভুঁইয়ার ছেলে। ওসি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে।


