বরিশালে জনতার হাতে শ্রমিক লীগ নেতা আটক, থানায় হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে ছাত্র -জনতার হাতে আটক হয়েছেন মহানগর শ্রমিকলীগ নেতা আব্দুল বাতেন । পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এয়ারপোর্ট থানাধীন শোলনা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ছেলে। সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ এলাকায় অবস্থানকালে স্থানীয় ছাত্র -জনতা তাকে আটক করে। পরে তাকে ধরে নিয়ে এসে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় ।তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানসহ রাজনৈতিক সংশ্লিষ্টতায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আর মামুন উল ইসলাম জানান, ছাত্র-জনতা তাকে...
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীতে ছাত্র -জনতার হাতে আটক হয়েছেন মহানগর শ্রমিকলীগ নেতা আব্দুল বাতেন । পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি এয়ারপোর্ট থানাধীন শোলনা এলাকার বাসিন্দা
আব্দুল মজিদ ছেলে।
সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ এলাকায় অবস্থানকালে স্থানীয় ছাত্র -জনতা তাকে আটক করে। পরে তাকে ধরে নিয়ে এসে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় ।তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানসহ রাজনৈতিক সংশ্লিষ্টতায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আর মামুন উল ইসলাম জানান, ছাত্র-জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান সহ রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ততা থাকায় আদালতে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।