গৌরনদী প্রতিনিধি // ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আমাদের বরিশালের সন্তান। যেসব সন্ত্রাসীরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। শনিবার বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় একথা বলেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু। হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেছেন-শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকেও দ্রুত শনাক্ত করতে হবে। অপরদিকে একইদিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলিকরে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।


