বরিশাল মহানগর বিএনপিতে পুনর্বহাল হওয়ায় ফিরোজ আহম্মেদ ও সেলিনা বেগমকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহম্মেদ এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা বেগমকে বরিশাল মহানগর বিএনপিতে পুনর্বহাল করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ২৪ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে বিএনপির প্রতীক ধানের শীষ উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন সান্টু। এতে আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মীরা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ওয়ার্ড বিএনপির কর্মী সুমন হোসেন, আরিফ, তারিফ, সৌরভ, কিসলু, মিন্টু হাওলাদার, বিশিষ্ট শিল্পপতি রাইভিউল কবির স্বপন, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান খান রাকিব, ওয়ার্ডের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পুনর্বহালের মাধ্যমে মহানগর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁরা আগামী দিনে দলের সকল কর্মসূচি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


