নীলফামারী প্রতিনিধি // বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির উদ্যোগে সোমবার ছিল উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি, মানবাধিকার বিষয়ক বিশদ আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মানবাধিকার কর্মী, সাংবাদিক, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন ইসলাম, সভাপতি—নীলফামারী জেলা কমিটি, আসক ফাউন্ডেশন। বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষা হলো রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” প্রধান আলোচক ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন (শাওন) নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র—আসক ফাউন্ডেশন। তিনি মানবাধিকার সুরক্ষায় নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন,“মানবাধিকার শুধু একটি দিন নয়—এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার। নীলফামারীতে আমরা মানবিক সহায়তা ও আইনী সেবা আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করব।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সোহেল ওয়াসিক, পরিচালক, কেন্দ্রীয় কমিটি – আসক ফাউন্ডেশন, লিংকন পাল, পরিচালক, কেন্দ্রীয় কমিটি – আসক ফাউন্ডেশন, লায়ন্স মোঃ হিলু, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যদিও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা উপস্থিত হওয়ার কথা ছিল, সরকারি কর্মসূচির ব্যস্ততার কারণে অনেকে যোগ দিতে পারেননি বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়। অনুষ্ঠানের শেষ পর্বে মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ আয়োজন জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবাধিকার প্রতিষ্ঠার ধারাবাহিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।


