গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য মোল্লা ফারুক হাসান, লিটন খান,আবদুছ ছালেক মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


