ঢাকাWednesday , 8 May 2024
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ

admin
May 8, 2024 4:27 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। উপজেলার টিয়াখালী ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন মাছের আড়তে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানসহ এ নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ মে) পনের দিনের সময় দিয়ে পটুয়াখালীর ১ম যুগ্ম জেলা জজ আদালত এ নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্ত অন্যান্যরা হলেন, কলাপাড়া সহকারী কমিশনার ভূমি, সার্ভেয়ার খেপুপাড়া উপজেলা ভূমি, খেপুপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া ও নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী। এরআগে ওই আড়তের মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে আবদুস সোবাহান বাদী হয়ে আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই জমির মালিক আবদুস সোবাহানের কাছ থেকে ইজারা নিয়ে স্থানীয় এক ব্যক্তি মাছের আড়ৎটি পরিচালনা করে আসছিলো। সে ব্যবসায়ীদের নিকট থেকে মাটি ভাড়া হিসেবে টাকা কালেকশন করতো। কিন্তু গত ২২ এপ্রিল থেকে ওই মাটি ভাড়ার টাকা রাজস্ব খাতে জমা দেয়ার বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ প্রদান করেন। এতে জমির মালিক আবদুস সোবাহান বাদী হয়ে উপজেলা নির্বাহীসহ সংশ্লিষ্ট দপ্তরকে বিবাদী করে মামলা করলে আদালত নিষেধজ্ঞাসহ পনের দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আদালতের নোটিশ এখনোও হাতে পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।