আগৈলঝাড়া প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন।১৯৭১ সালের এই গৌরবময় দিনে আমরা পেয়েছিলাম বিজয়ের সুর্য, যার আলোয় মিশে আছে আত্মত্যাগ, সংগ্রাম ও অমর বীরত্বের অক্ষয়গাথা। এই দিনে আমাদের স্বরন করিয়ে দেয় সেই সব আকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যারা প্রানের দীপ জ্বালিয়ে স্বাধীনতার আকাশ আলোকিত করেছিলেন। বিজয় দিবসে যে সকল কর্মসূচি পালিত হয়। সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি হয় আগৈলঝাড়া থানা প্রাঙ্গন। সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন পতাকা বিধি অনুযায়ী। কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে। উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা। উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান।শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার মাগফেরাত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ এবং জাতীয় শান্তি সমৃদ্ধি ও কামনা করে স্থানীয় সকল মসজিদ মন্দির গীর্জায় মোনাজাত, প্রার্থনা করা হয়।নিজস্ব বাজেটের আওতায় হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন। বীর মুক্তিযোদ্ধা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। সরকারী ও বেসরকারি ভবন সমুহ আলোকসজ্জায় সজ্জিতকরন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়। আগৈলঝাড়া উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার লিখন বনিক অনুষ্ঠানের শুরুর দিকে সকল শ্রেণির জনসাধারণের মাঝে তার বক্তব্যে তুলে ধরেন শান্তি ও জাতীয় নির্বাচন। সুন্দর হোক এ আশা প্রত্যাশা রেখে। সুখে শান্তিতে থাকুক সকল জীব।


