নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান ও বসতঘর। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে নেমে আসে চরম আর্থিক ও মানসিক ক্ষতি।
এরই প্রেক্ষিতে গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া ও অঙ্গ–সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বাজাররোডস্থ দপ্তরখানা এলাকায় পুড়ে যাওয়া দোকান–ঘরের প্রতিটি কোণা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্তদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দুরবস্থার খোঁজ–খবর নেন।
ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে মানবিক সহায়তার আশ্বাস
জিয়াউদ্দিন সিকদার বলেন, অগ্নিকাণ্ডে মানুষের জীবনের মূল আয়ের উৎস যখন মুহূর্তে নষ্ট হয়ে যায়, তখন রাজনৈতিক বিভাজন নয়—মানবিকতার জায়গা থেকেই সবাইকে এগিয়ে আসা উচিত। বিএনপি সবসময় মানুষের দুঃখে–কষ্টে পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তারা ক্ষতিগ্রস্ত দোকানদারদের সান্ত্বনা দিয়ে বলেন,
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে পার্টির পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান—দোকানগুলিই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। আগুনে সবকিছু হারিয়ে তারা এখন দিশেহারা। তাদের এই দুর্দিনে রাজনৈতিক নেতাদের পাশে পাওয়া তাদের মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়—এটি সামাজিক কর্তব্যও। বিএনপি দুর্দিনের রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে।


