নিজস্ব প্রতিবেদক
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের লিভার বিভাগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন ডা. মোঃ সামসুল আরেফিন রানা।
তার এ গৌরবজনক পদোন্নতিতে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক, বরিশাল। এ উপলক্ষে ল্যাবএইডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ডা. সামসুল আরেফিন রানাকে অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক, বরিশালের ডিজিএম মোঃ জলিল শিকদার। তিনি বলেন, ডা. সামসুল আরেফিন রানা একজন দক্ষ, মানবিক ও পরিশ্রমী চিকিৎসক। তার এই পদোন্নতি লিভার চিকিৎসা সেবায় আরও গতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ল্যাবএইড পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.