ঢাকাTuesday , 9 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বুড়ি তিস্তা নদীর সংস্কারের কাজ বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা

admin
December 9, 2025 5:45 pm
Link Copied!

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী জলঢাকা উপজেলার পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণকৃত ১২১৭ একর জায়গাযর মধ্যে ২০২২ সালে ৫ টি প্যাকেজে ৬৬৭ একর জলাশয় জায়গা খননের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। ঠিকাদারগণ কাজ বাস্তবায়ন করতে গেলে জলাশয়ে অবৈধভাবে দখলদার অসাধু ব্যক্তিরা বাধা ও হুমকি প্রদান করে আসছে । গত ২০১৮ সাল হতে কাজ বাস্তবায়নের জন্য সমন্বয় অব্যাহত রয়েছে কিন্তু অবৈধ দখলদাররা ক্রমাগত বাধা প্রদান করছে । কাজটি বাস্তবায়ন হলে কৃষকগণ স্বল্পমূল্যে সেচের পানি পাবে ও এলাকার জীববৈচিত্র্যে রক্ষার্থে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের আওতাধীন খননকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এদিকে কাজ করতে গেলেই স্থানীয়দের তাণ্ডবে বন্ধ হয়ে যায় সংস্কার কাজগুলো। উন্নয়নের জন্য নদীটি সংস্কার হলে চাষাবাদের জমি গুলোতে ফুলে ফলে ভরে যাবে এবং উন্নত মানের চাষাবাদ হবে শাক সবজি সহ বিভিন্ন শস্য সামগ্রী। এদিকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা, বলতেছেন আসলেই এই জনগণগুলো কি করতে চাচ্ছে সেটা আমরা বুঝতেছি না। এখানে তো সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে, কিন্তু তারা কেন বারবার বাধা প্রদান করতেছে এখানে তো উন্নয়ন হবে আমাদের বা আমাদের জনগণদের নদী খনন কাজ হয়ে গেলে সবাই সুন্দর ভাবে জমিগুলো চাষাবাদ করতে পারবে। যেমন দেখা যায় বন্যা আসলে শস্যখেতগুলো ডুবে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু যদি নদী সংস্কার হয়ে যায় এগুলো আর হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হয় নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সাথে তিনি মিডিয়া কর্মীদের জানান যে আমরা সঠিক সময় কাজটা শুরু করতে পারতেছি না আজকে ২০০৯ সাল থেকে এই সমস্যার সম্মুখীন হয়ে আসতেছি আমরা। এখন আমরা চাই এলাকাবাসীরা আমাদের সহযোগিতা করুক আমরা কাজটা সঠিক সময় শেষ করতে পারবো বলে আশাবাদী আমরা। তা না হলে এ কাজের জন্য চাষীদের পানি দিতে না পারলে, এর দায়ভার নিতে হবে কিছু সিন্ডিকেট মহল কে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর কিছু লোকের সাথে কথা হলে তারাও বলেন যে আমরা সবাই তো এখানে যাই না, বা আমরাও জানি, বুঝি নদী সংস্কারের কাজ হলে সবারেই উন্নয়ন হবে। শ্যামল শস্য ময় মাঠ হবে কুটিরডাঙ্গা এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।