এম আর শুভ
মহান বিজয় দিবস মানেই কেবল উৎসব নয়, এ দিনটি আত্মত্যাগ, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। সেই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল মানবসেবার মাধ্যমে বিজয় দিবসকে স্মরণ করেছে, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর আমতলা মোড়স্থ বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ মানবিক কর্মসূচিতে সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় সাধারণ মানুষ বিভিন্ন জটিল ও সাধারণ রোগের চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পারলেও এ ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন ও বক্ষব্যাধি, গ্যাস্ট্রো ও লিভার মেডিসিন, অর্থোপেডিক্স, সার্জারি, গাইনি, শিশু, চর্ম ও যৌন রোগ, নেফ্রোলজি (কিডনি), নাক-কান-গলা, হৃদরোগসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ মানবিক কার্যক্রমে হাসপাতালের বিভিন্ন বিভাগের মোট ১৫ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ধৈর্য সহকারে রোগীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে এ আয়োজন করা হয়েছে। তারা বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, এই বিশ্বাস থেকেই বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, সমাজে সহমর্মিতা ও মানবতার মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তারা বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.