ঢাকাSunday , 7 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ/ বরিশালে বর্ধিত সভায় জেলা ও মহানগরের নতুন কমিটি গঠন

admin
December 7, 2025 9:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী উকিল বাড়ি সড়ক সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আঃ লতিফ সরকার।

বরিশাল জেলা বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর হাকিম জাফরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ খলিলুর রহমান, সংগঠনের বরিশাল জেলা ও মহানগর কমিটির উপদেষ্টা নুর-এ-আলম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর-ই- আলম সিদ্দিকী আসাদ।

এদিকে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের বরিশাল জেলা ও মহানগরের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়। এতে জেলা কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক হাকীম জাফর, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির বেপারী মনোনীত হয়েছেন। এছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে মোঃ আলী সুমন, সাধারণ সম্পাদক মনির সরদার ও সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার মনোনীত হয়েছেন। নতুন কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেও নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।