নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী উকিল বাড়ি সড়ক সংলগ্ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আঃ লতিফ সরকার।
বরিশাল জেলা বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবি কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর হাকিম জাফরের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ খলিলুর রহমান, সংগঠনের বরিশাল জেলা ও মহানগর কমিটির উপদেষ্টা নুর-এ-আলম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর-ই- আলম সিদ্দিকী আসাদ।
এদিকে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের বরিশাল জেলা ও মহানগরের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়। এতে জেলা কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক হাকীম জাফর, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির বেপারী মনোনীত হয়েছেন। এছাড়া মহানগর কমিটিতে সভাপতি পদে মোঃ আলী সুমন, সাধারণ সম্পাদক মনির সরদার ও সাংগঠনিক সম্পাদক মনির হাওলাদার মনোনীত হয়েছেন। নতুন কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেও নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


