নিজস্ব প্রতিবেদক
বরিশালে দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা ও আলহাজ্ব মাহবুব মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) নগরীর রুপাতলীস্থ আলহাজ্ব মোবারক আলী মোল্লা কমপ্লেক্সের ঈদগাহ ময়দানে আয়োজনটি সম্পন্ন হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ও নসীহত পেশ করেন ছারছীনা দরবার শরীফের পীর, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। তাঁর বাণীতে ইসলামের আলোকে জীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হয়।
এছাড়া হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ ঈমান-আকিদা, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও আত্মশুদ্ধি বিষয়ে মূল্যবান আলোচনা করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন তাঁর ওয়াজে বলেন,
‘দুনিয়া ক্ষণস্থায়ী-এখানে মানুষের আসল সম্পদ হলো ঈমান ও নেক আমল। মানুষের মৃত্যু দুনিয়ার সমাপ্তি নয়, বরং আখিরাতের যাত্রা শুরু। ইছালে সওয়াবের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মৃত আত্মীয়-স্বজনদের জন্য কল্যাণের দুয়ার খুলে দিই, যা ইসলামে অত্যন্ত প্রশংসনীয় আমল।’
তিনি আরও বলেন, আজ মানুষের জীবনে অশান্তির মূল কারণ হলো পাপ, অন্যায় ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। নামাজ, জিকির, দয়া-দাক্ষিণ্য, সততা ও নৈতিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়। প্রতিটি পরিবারকে ইসলামী শিক্ষায় সমৃদ্ধ করতে হবে-এটাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি।
পীর সাহেব কেবলা উপস্থিত মুমিন মুসল্লিদের উদ্দেশে আত্মশুদ্ধি, পারস্পরিক সম্মান, সামাজিক সম্প্রীতি ও মানবসেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্রে। দীনদারিত্ব ছাড়া উন্নত সমাজ গড়া সম্ভব নয়। তাই প্রত্যেকে নিজের জীবনে সুন্নাতি আদর্শ প্রতিষ্ঠা করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


