ঢাকাSaturday , 6 December 2025
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

admin
December 6, 2025 4:50 pm
Link Copied!

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা টরকী বন্দর আদর্শ জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির অন্যতম সিনিয়র সদস্য এস. এম. মনিরুজ্জামান মনির। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, মোঃ মিটু তালুকদার, জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ মাসুম হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, গৌরনদী উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল, মাসুদ হাসান মিঠু, আক্তার হোসেন বাবুল, কাজী সরোয়ার, জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।