গৌরনদী প্রতিনিধি // বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বরিশালের গৌরনদীতে মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। টরকী বন্দর দোকান ঘর মালিক সমিতির আয়োজনে শনিবার বিকেলে টরকী বন্দর ট্রাকষ্ট্যান্ডে দোয়া মোনাজাত অনুষ্টান মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হারুনী।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.