গৌরনদী প্রতিনিধি // খ্রীষ্টিয়ার কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) গৌরনদী এরিয়া অফিসের উদ্যোগে সোমবার দুপুর ১২:০০ টায় সিসিডিবি কার্যালয় গৌরনদী এরিয়া অফিসে উপকারভোগীদের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে সমিতি পর্যায়ে চেক হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি, সিপিআরপি গৌরনদী ব্যবস্থাপক সুদীপন খিসা। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ইন্ডিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘারামী। উপস্থিত ছিলেন সিসিডিবির প্রোগ্রাম অফিসার উজ্জল রত্ব, সিসিডিবির একাউন্স অফিসার ডেভিট লিটন দাস, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন, সাংবাদিক সোলঅয়মান তুহিন। অনুষ্ঠানে সিসিডিবির উপকারভোগীদের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে ৯টি ফোরাম সদস্যদের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এছাড়া কম্পিউটর প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদের সনদ প্রদান করা হয়।


