প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:৪১ পি.এম
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ

আগৈলঝাড়া প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্দেগে ইনকিলাব মঞ্চের আহবায়ক জুলাইযোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।আগৈলঝাড়া উপজেলা সদরে বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে বিভিন্ন রোড প্রদক্ষিণ করে বিক্ষোভে আসা সাধারণ জনগন সহ বিএনপির নেতা কর্মীবৃন্দ। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার,আবুল হোসেন মোল্লা, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন,সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহামুদ,মোঃরাছেল,মানিক মোল্লা,সেচ্ছসেবক দলের বরিশাল জেলার যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক,সেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, সাইদুল সায়েদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ,যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, কৃষকদলের বরিশাল জেলা উওরের সদস্য সচিব ভিপি সেলিম, উপজেলার নেতা দিদার হোসেন,হাফিজ, জহির হাওলাদার,আগৈলঝাড়া উপজেলা মৎস দলের সদস্য সচিব মোঃশাহিন হাওলাদার সহ আরো অনেকে। প্রতিবাদ মিছিল শেষে বিএনপির পার্টি অফিস মেইন রোডে হওয়ায় যানযটের কথা চিন্তা করে পার্টি অফিসের পাশে ভিতরের পকেট গেটে নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার বলেন ওসমান হাদিকে যারা গুলি করেছে পরিকল্পনা কারি সহ যারা জড়িত দ্রুত তাদের সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস সাহেবের কাছে। প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন নিরব থাকলে হবে না দেশটা আমাদের সকলের। সকলে মিলে মিশে দেশটা সাজাতে হবে।আওয়ামী লীগের দোসরদেরকে এদেশ থেকে বিতাড়িত করে সুন্দর একটা দেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন হাদিকে গুলি করে হত্যা চেষ্টা যারা করেছে অবিলম্বে তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে এআশা রেখে প্রতিবাদ মিছিল ও বক্তব্য শেষ করেন।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.