বরিশাল প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার ২০২৫ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা। অদম্য নারীদের সম্মাননা প্রদান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিখন বনিক উপজেলা নির্বাহী অফিসার, আগৈলঝাড়া, বরিশাল।জনাব লিখন বনিক তার বক্তব্যের শুরুতে তিনি বলেন যে মেয়েরা ও মানুষ কারো মা, বোন। গর্ভে বাচ্চা আসলে বৈষম্য তৈরি হয় এক বক্তা তার বক্তব্যের মধ্যে বলেছেন। কিন্তু এটা এই যুগে এসে সঠিক নয়। মেয়েরা এখন সমপরিমাণ কাজের দায়িত্ব গ্রহণ করে। অদম্য নারী যারা সম্মাননা প্রদান করা শীর্ষ পাঁচ মহিষী নারীকে অনেক নারীর মধ্যে থেকে যাচাই-বাছাইয়ের মধ্যমেই শ্রেষ্ঠত্ত সম্মাননা পুরুস্কার দেওয়া হয়েছে।মেয়ে মহিলারা এখন অনেকটা এগিয়ে রয়েছে তাদের কাজ কর্ম দিয়ে সাবলম্বি। বেগম রোকেয়া দিবসে তার দেখানো পথে হাটতে শুরু করেছে নারীরা। অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজ ব্যক্তিবর্গ, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা, কর্মঠো নারী উদ্দেগতারা,মুক্তিযোদ্ধা কমান্ডার, সাংবাদিক গন সহ আরো অনেকে।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.